বকেয়া ভাড়া : ফাটক বাজার ও গোল দিঘী মলের কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলালো পুর নিগম
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : বছরের পর বছর ভাড়া পরিশোধ না করায় ফাটক বাজার এবং গোল দিঘী মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিল পুর নিগম কর্তৃপক্ষ। দোকানের ভাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ দুই কোটি টাকার উপর।
সপ্তাহদিন থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন যদিও বেশিরভাগ দোকানি এখন পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি। এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার জেলা বিজেপির এক কর্মকর্তারও নাম।
গোলদিঘির মলের ছাদে তৈরি করা এক হোটেলের মালিককে তিন বছর থেকে পুরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেবার জন্য চিঠি পাঠালেও কোনও লাভ হয়নি। হোটেল ছাড়াও, গোল দিঘী মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভিতরে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ভাবে ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন।
পুর নিগমের বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন। অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন। ভাড়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের প্রাক্তন কমিশনারের নামও রয়েছে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

