শ্রীভূমির কবি সুভাষচন্দ্র সিংহকে অসম সাহিত্য সভার সম্মাননা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শিলচরে অনুষ্ঠিত অসম সাহিত্য সভার পূর্ণাঙ্গ অধিবেশনে প্রাক্তন প্রধান শিক্ষক, কবি-সাহিত্যিক, গীতিকার, ভাষাসেনানী সুভাষচন্দ্র সিংহকে সাহিত্য সভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সাহিত্য, সমাজসেবা ও ভাষা আন্দোলনে তাঁর দীর্ঘকালীন অবদান ও নিষ্ঠাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সুভাষচন্দ্র সিংহ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের আনিপুর পাঁচডালী গ্রামের বাসিন্দা।

সমাজসেবা ও সাহিত্যচর্চার পাশাপাশি, তিনি দীর্ঘদিন ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করে চলেছেন। ভারতের বিভিন্ন স্থানের পাশাপাশি বাংলাদেশ থেকেও তিনি সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন। ২০২৪ সালে তাঁর কাব্যগ্রন্থ “মি কবি ভিখারী” বাংলাদেশে রাধামাধব সেবা কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে উন্মোচন করা হয়, যা পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এই কবি সমাজসেবার পাশাপাশি সাহিত্যকে করেছেন জীবনের অঙ্গ। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল —
“কবিতা-এলা”,“পাঁচডালী গাঙর ইতিহাস অধ্যায়–১“পাঁচডালী গাঙর ইতিহাস অধ্যায়–২”,“গোপীমোহন মুখার্জি ও রাজমণি সিংহর জীবনী”,“মণিভূষণ সিংহ ও গোকুলসেনা সিংহর জীবনী”,“মি কবি ভিখারী” প্রভৃতি।

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের ভাণ্ডারে তাঁর লেখনি এক নতুন মাত্রা যোগ করেছে। তাঁর এই সম্মাননায় গোটা পাঁচডালী এলাকা ও শ্রীভূমি জেলা গর্ব ও আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে।

Spread the News
error: Content is protected !!