বিহার বিধানসভা নির্বাচন : আসন বণ্টন এনডিএ-র

১৩ অক্টোবর : আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোট রবিবার তাদের আসন-বণ্টনের সূত্র প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২৪৩ সদস্যের বিধানসভায় বিজেপি ও জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ — উভয়েই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পাবে ২৯টি আসন, আর উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মরচা (আরএলএম) ও জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) — প্রত্যেকে ৬টি করে আসনে লড়বে।

ধর্মেন্দ্র প্রধান তাঁর এক্স (X) পোস্টে লেখেন, “এনডিএর সব শরিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন বণ্টন সম্পন্ন হয়েছে। এনডিএর কর্মী ও নেতারা এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। বিহার প্রস্তুত — আবারও এনডিএ সরকার গঠিত হবে।”

জিতন রাম মাঞ্জির নেতৃত্বাধীন হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে দেওয়া হয়েছে টেকাড়ি, কুটুম্বা, আতাড়ি, ইমামগঞ্জ, সিকন্দরা ও বারাচট্টি আসন। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার আনুষ্ঠানিকভাবে এই আসনগুলির ঘোষণা হবে। সূত্রের দাবি, ভবিষ্যতে এইচএএম-কে একটি বিধান পরিষদের আসনও দেওয়া হতে পারে।

উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে — প্রথম দফা ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

Spread the News
error: Content is protected !!