শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সোসাইটির সদস্য মনোনীত আসাম বিশ্ববিদ্যালয়ের ড. জয়শ্রী দে
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সোসাইটির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ড. জয়শ্রী দে। সোসাইটির সাধারণ পরিষদের সদস্য হিসেবে তাঁর কার্যকাল থাকবে পাঁচ বছর। অতি সম্প্রতি রাজ্য সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সচিব পল্লবী ফুকনের জারি করা এক বিজ্ঞপ্তিতে কলাক্ষেত্র সোসাইটির এই নতুন সাধারণ পরিষদ গঠনের কথা জানানো হয়েছে।
নবগঠিত পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বিভাগীয় মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব ছাড়াও কুড়ি জনের এই পরিষদে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। তবে ড. জয়শ্রী দে-ই একমাত্র সদস্য, যিনি বরাক উপত্যকা থেকে মনোনীত হয়েছেন।
এদিকে মর্যাদাপূর্ণ শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সোসাইটির সদস্য মনোনীত হওয়ায় ড. দে’কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ। উভয়েই আশা প্রকাশ করে বলেছেন, ড. দে’র এই নতুন দায়িত্ব তাঁকে রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে আরও বেশি করে কাজ করার সুযোগ এনে দেবে। প্রসঙ্গত, ড. জয়শ্রী দে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।