অসম সাহিত্য সভার কার্যনির্বাহী অধিবেশনের দ্বিতীয় দিন শিলচরে সাংস্কৃতিক শোভাযাত্রা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : অসম সাহিত্য সভার সভাপতি বসন্তকুমার গোস্বামীর উপস্থিতে আয়োজিত তৃতীয় কার্যনির্বাহী সভার দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার শিলচরে এক বর্ণাট্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শিলচর বঙ্গভবনে পৌঁছে সমাপ্তি ঘটে।

এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ কণাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির মানুষ শোভাযাত্রায় পায়ে পা মেলান। শোভাযাত্রা শেষে স্থানীয় বঙ্গভবনে বসন্তকুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সম্মেলনে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সাংস্কৃতিক বিনিময়ের আদান-প্রদান নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় কার্যনির্বাহী সভার সমাপ্তি ঘোষণা করেন উদ্যোক্তারা।

Spread the News
error: Content is protected !!