ভূমিধসে মিজোরামের চাম্পাই সড়ক বন্ধ

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মিজোরামে ভয়াবহ ধস নামল। শনিবার রাতে ভারি বৃষ্টিপাতে মিজোরামের চাম্পাই পানে প্রধান সড়কের উপর বিশাল ধস নেমে আসে। রবিবার দিনে সড়কের চুংতে গ্রামের নিচের অংশে ভূমিধসের ফলে বন্ধ রয়েছে। ধস চলাচল করা কয়েকটি গাড়ির উপর পড়ে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ভূমিধসে মিজোরামের চাম্পাই সড়ক বন্ধ

প্রাপ্ত তথ্য অনুসারে, চুংতের নিচে, দক্ষিণ পাশে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির ধস নেমে আসে এবং একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপর পড়ে। বর্তমানে, এমনকি ছোট যানবাহনও সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। যদিও পাথরটি দ্রুত সরানোর চেষ্টা চলছে।
ছবি ফেসবুক থেকে নেওয়া।

ভূমিধসে মিজোরামের চাম্পাই সড়ক বন্ধ
Spread the News
error: Content is protected !!