চুরি হওয়া গরু উদ্ধার স্থানীয়দের, সমঝে দিলেন পুলিশে
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : চুরি হওয়া গরু উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। মরিগাঁও জেলার লাহরিঘাটের কাঠনি গ্রামে শনিবার রাতে ১১টি চুরি গরু উদ্ধার করে স্থানীয়রা। লাহরিঘাটের ব্রহ্মপুত্র নদীর চর থেকে গরুগুলি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দেখতে পেলে চোরেরা গরু ফেলে পালিয়ে যায়।
এদিকে, স্থানীয় বাসিন্দারা গরুগুলি উদ্ধার করার পর লাহরিঘাট পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়ে গরুগুলি গো-শালায় নিয়ে যায়।