অরুণোদয় নারী সশক্তিকরণ ও সামাজিক নিরাপত্তার পথে এক বড় পদক্ষেপ : হিমন্ত

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : অসম সরকার আনুষ্ঠানিকভাবে চালু করল তাদের মহৎ প্রকল্প অরুণোদয় ৩.০। এই প্রকল্পের আওতায় রাজ্যের ৩০ লাখ সুবিধাভোগী মহিলা প্রতি মাসে ১,২৫০ টাকা করে অর্থ সহায়তা পাবেন।

একাধিক স্থানে একযোগে এই প্রকল্পের সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী নিজে অরুণোদয় ৩.০ প্রকল্প উদ্বোধন করে বড় বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “আজকের দিনটি আমাদের জন্য একটি আনন্দের দিন, এটি নারী ক্ষমতায়নের একটি সোনালি অধ্যায়। অরুণোদয় ৩.০ প্রকল্পের মাধ্যমে ৩৮ লাখ মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

তিনি জানান, ২০২০ সালে প্রথমবারের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। কোভিড মহামারির পর এটি শুরু হয়। প্রথমে ৮৩০ টাকা করে দেওয়া হতো, এবং ১৮ লাখ মহিলা উপকৃত হতেন। পরে লোকসভা নির্বাচনের পর তা ১,০০০ টাকা করা হয়।

২০২২ সালে উপভোক্তার সংখ্যা ১৮ লাখ থেকে ২৮ লাখে উন্নীত করা হয়।
এবার, অরুণোদয় ৩.০ সংস্করণে লক্ষ্য ৪০ লাখ মহিলা উপভোক্তা করা। মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের সঙ্গে রাজ্যের ২৫,৯৯১টি স্থানে মাতৃ সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এই প্রকল্প নারী সশক্তিকরণ এবং সামাজিক নিরাপত্তার পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছে অসম সরকার।

Spread the News
error: Content is protected !!