চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত দুই মার্কিন বিজ্ঞানী ও জাপানের গবেষক
৬ অক্টোবর : মানবশরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজেদেরই সুস্থ কোষগুলির ক্ষতি করা থেকে বিরত থাকে, সেই মৌলিক রহস্য উন্মোচনের জন্য এবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হলেন দুই মার্কিন বিজ্ঞানী মেরি ব্রানকো ও ফ্রেড র্যামসডেল এবং জাপানের গবেষক শিমোন সাকাগুচি। সোমবার সুইডিশ অ্যাকাডেমি এই বছরের প্রথম নোবেল প্রাপকদের নাম ঘোষণা করেছে। তাঁদের এই আবিষ্কার অটোইমিউন রোগ এবং ক্যান্সারের চিকিৎসায় নতুন ও যুগান্তকারী পথের সন্ধান দেবে বলে আশা করা হচ্ছে।
এই তিন বিজ্ঞানীর গবেষণার মূল বিষয়বস্তু ছিল ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’, যা শরীরের অভ্যন্তরীন সহনশীলতা রক্ষার একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিশ্চিত করে যে, আমাদের ইমিউন সিস্টেম (Immune System) বাইরের জীবাণুর সঙ্গে লড়াই করার সময় যেন ভুলবশত শরীরের নিজস্ব টিস্যুকে আক্রমণ না করে বসে।