মিজোরামে বাদুড়ের নতুন এক প্রজাতি

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : মিজোরামে বাদুড়ের নতুন এক প্রজাতির সন্ধান মিলল। বিজ্ঞানীরা মিজোরামের দু’টি স্থানে সোনালী চুলের নল-নাকওয়ালা বাদুড়ের সন্ধান পেয়েছেন। এতে ভারত ও সমগ্র দক্ষিণ এশিয়ার বাদুড়ের বৈচিত্র্যে যুক্ত হল এক নতুন প্রজাতি।

এই সংযোজনের ফলে বর্তমানে ভারতের বাদুড়ের স্বীকৃত প্রজাতির সংখ্যা দাঁড়াল ১৩৬। মিজোরামের বাদুড় জীববৈচিত্র্যের বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর শিলংয়ের জুলজিক্যাল সার্ভের গবেষক উত্তম শইকিয়া আইজলে এই বিরল বাদুড়টি আবিষ্কার করেন।

মিজোরামে বাদুড়ের নতুন এক প্রজাতি
Spread the News
error: Content is protected !!