নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশের গাড়ি, মৃত্যু ওসির

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ঘটল অসম পুলিশের এক অফিসারের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় যোরহাটের টিয়কের ভগামুখ এলাকায়। পুলিশের একটি বাহন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক ওসির মৃত্যু সহ পাঁচ কর্মী আহত হয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ভগামুখ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) সত্যেন্দ্র মালাকর ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন ASI মরমী দাসসহ আরও ৫ জন।
আহতদের মধ্যে ভগামুখ গ্রামরক্ষী বাহিনীর সভাপতি পবন গগৈ আছেন, যিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতদের টিয়ক এফ আর ইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।