জেলকর্মীদের ওপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে পালালো ছয় কয়েদি

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : মহানবমীর সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেল থেকে পালিয়ে গেল ছয় কুখ্যাত অপরাধী। বুধবার ধর্মনগর কালিকাপুরস্থিত সাব জেল থেকে এক সঙ্গে ৬ জন কুখ্যাত আসামীর পালিয়ে যাবার ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কয়েদিরা পালানোর সময় জেলকর্মীদের ওপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে তারা জেল থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। এতে কর্তব্যরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর আহত হন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পলাতক আসামিদের মধ্যে রয়েছে—কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলি, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোজান আলি ও আব্দুল ফাত্তা।তাদের মধ্যে একজন অসমের এবং আরেকজন বাংলাদেশের নাগরিক।প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা ও অপরাধের রেকর্ড রয়েছে।এক সঙ্গে ৬ জন সাজাপ্রাপ্ত আসামী পালিয়ে যাওয়ায় ঘটনায় ত্রিপুরাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। জেলা পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ইতিমধ্যেই পলাতক আসামীদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে ত্রিপুরা জেলা প্রশাসন।