মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেফতার

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : প্রকাশ্যে এলো এক নৃশংস ঘটনা। নিষ্ঠুর স্বামী ভয়ঙ্করভাবে প্রাণ কাড়ল স্ত্রীর। জানা গেছে, মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। এই মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা ঘটেছে গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায়।
ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার রাতে দক্ষিণগাঁওয়ের বাসিন্দা কুন্দন হরি ও তার স্ত্রী অনুরাধা দেবীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঝগড়ার পরিণতিতে রাত প্রায় ১টার দিকে স্বামী ছুরি দিয়ে স্ত্রীর উপর একাধিকবার আঘাত করে। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয় সে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সূত্রের খবর, প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। কুন্দন হরি ছিল মদ্যপায়ী।
সেদিন রাতেও সে বাড়ি ফিরে মদের জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে তীব্র ঝগড়া বাধে। এরপর স্বামী ছুরি দিয়ে আঘাত করার পাশাপাশি জীবন্ত পুড়িয়ে মারে স্ত্রীকে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সে খুনের কথা স্বীকারও করেছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজার আনন্দের মাঝেই এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।