কিংবদন্তি গায়ক জুবিন গর্গের প্রতিকৃতি এঁকে শ্রদ্ধাঞ্জলি শ্রীভূমির চিত্রশিল্পীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : আবেগঘন বিদায়ের প্রেক্ষাপটে শ্রীভূমির জেলা সদরের তরুণ চিত্রশিল্পী সুরজিৎ সরকার এক অনন্য উদ্যোগ নেন। তিনি তাঁর প্রিয় গায়ককে নিজের শিল্পকর্মে অমর করে তোলেন। রং-তুলির ছোঁয়ায় তিনি আঁকলেন জুবিন গর্গের এক জীবন্ত প্রতিকৃতি—মাথায় স্বভাবসুলভ টুপি, হাতে মাইক্রোফোন, আর চোখেমুখে যেন ভেসে উঠছে সুরের অদ্ভুত দীপ্তি। তাঁর ছবিতে ফুটে উঠেছে শিল্পীর কালজয়ী গানগুলোর প্রতিচ্ছবি, যা যুগের পর যুগ ভক্তদের মনে অম্লান হয়ে থাকবে।
চিত্রশিল্পী সুরজিৎ আবেগাপ্লুত হয়ে বলেন, বাবার সরকারি চাকরির সুবাদে শৈশবের অনেকটা সময় আমি কাটিয়েছি শ্রীভুমির সরকারি কোয়ার্টারে। সেখানেই বেড়ে উঠতে গিয়ে জুবিনদা আমাদের কাছে ঘরের ছেলের মতো হয়ে গিয়েছিলেন। আজ তাঁকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। শিল্পীদের কোনো ধর্ম নেই, কোনো জাতপাত নেই—তাঁরা সবার। জুবিনদা তাঁর সঙ্গীতের মধ্য দিয়েই চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

আজকের এই প্রতিকৃতির মধ্য দিয়ে সুরজিৎ কেবল একজন গায়ককে আঁকলেন না, তিনি আঁকলেন এক যুগের আবেগ, এক প্রজন্মের আত্মার সুর। ভক্তদের চোখের জল মুছে দিতে না পারলেও এই প্রতিকৃতি যেন আশ্বাস দেয় জুবিন গর্গ চলে গেলেও তাঁর গান, তাঁর কণ্ঠ, তাঁর স্মৃতি কখনো মুছে যাবে না।