একদিনের জন্য কিংবদন্তি শিল্পী জুবিনের অস্থি বরাকে আনার আবেদন ইয়াসির

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বরাকে একদিনের জন্য কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অস্থি নিয়ে আসার আবেদন রাখল ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। সংগঠনের কেন্দ্রীয় কমিটি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানিয়েছ। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিংবদন্তি গায়ক জুবিন গার্গের অস্থি সংগ্রহ করে তা বরাক উপত্যকায় নিয়ে আসা হোক এবং একদিনের জন্য তা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির একটি কেন্দ্রীয় স্থানে রাখা হোক, যাতে বরাকবাসী তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন। সংগঠনটি মুখ্যমন্ত্রীকে আরও অনুরোধ করেছে বরাক, ধলেশ্বর ও কুশিয়ারা নদীতে এই ‘অসমের সু-সন্তানের’ অস্থি-বিসর্জনের জন্য সরকারের পক্ষ থেকে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মঙ্গলবার এক ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে এই দাবি ও অনুরোধ জানানো হয়েছে।

একদিনের জন্য কিংবদন্তি শিল্পী জুবিনের অস্থি বরাকে আনার আবেদন ইয়াসির

ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় মনে করেন, প্রয়াত জুবিন ছিলেন বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে এবং বিভিন্ন সম্প্রদায় ও ভাষাভাষীর মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সেতুবন্ধন। তাই বরাক উপত্যকাকেও আসামের গর্ব জুবিনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পাওয়া উচিত। ইয়াসি বরাক উপত্যকার তিন জেলার কমিশনারদের এগিয়ে এসে এই দাবিগুলি বাস্তবায়িত করার জন্য আহ্বান জানিয়েছে। সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ ও সাধারণ সম্পাদক (প্রশাসন) আহাদ লস্কর বরাক উপত্যকার সমস্ত বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে একযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন, যাতে বরাক উপত্যকার মানুষ প্রয়াত শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়।

Spread the News
error: Content is protected !!