ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উদ্বোধনেরবপাশাপাশি তিনি দেশবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেন। উল্লেখ্য, ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় ২০২১ সালে প্রসাদ প্রকল্পের আওতায় “মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়ন” প্রকল্প অনুমোদন করে। প্রায় ৫২.৪ কোটি টাকা ব্যয়ে ‘প্রসাদ’ (তীর্থযাত্রা পুনর্জাগরণ ও আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধি অভিযান) প্রকল্পের আওতায় সম্পন্ন হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের পুনর্নির্মাণ। এর মধ্যে ১৭ কোটি টাকা দিয়েছে ত্রিপুরা সরকার।

প্রসঙ্গত, আজ নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমবিবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। তারপর তিনি হেলিকপ্টারে পালাটানা ওটিপিসির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেখান থেকে তিনি মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। তারপর তিনি দেশবাসীর কল্যাণে মায়ের কাছে পূজো দিয়ে প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন।  ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পর বায়ু সেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী।

Spread the News
error: Content is protected !!