২৩ শে-র বদলে ২৪ সেপ্টেম্বরই হচ্ছে সম্মিলিত লোক পরিষদের আগমনী অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : বরাক উপত্যকার লোক সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদের উদ্যোগে আগামী ২৪ শে সেপ্টেম্বর বুধবার উ’মা আইলা নাইওরে’ শীর্ষক আগমনী অনুষ্ঠান শিলচর সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৫ টা থেকে শুরু হবে অনুষ্ঠান। সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায় জানান আগমনী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্ঘের স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ।
তিনি আগমনী অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য আপামর লোক সংস্কৃতিপ্রেমী জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। উল্লেখ্য উক্ত অনুষ্ঠান ২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার এর পরিবর্তে ২৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হচ্ছে।