জুবিনকে শ্রদ্ধাঞ্জলি সোনাই ফুটবল অ্যাকাডেমির
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমি গভীর শোক প্রকাশ করছে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের হঠাৎ ও অকাল প্রয়াণে। সঙ্গীত ও সংস্কৃতির জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
রাজ্যব্যাপী শোকের আবহকে শ্রদ্ধা জানিয়ে অ্যাকাডেমি আজকের দিনটি পালন করেছে গম্ভীর মর্যাদায় ও আন্তরিক স্মরণে। রবিবার সন্ধ্যায় সোনাই এনজি এইচএস স্কুল মাঠে সোনাই ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্য, কর্মকর্তা, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নীরব প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। একাডেমি শিল্পীর শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং সমগ্র জাতির সঙ্গে মিলিত হয়ে জুবিন গর্গের অমূল্য অবদানকে স্মরণ করে।
সোনাই ফুটবল একাডেমির পক্ষ থেকে জানানো হয়, তাঁর কণ্ঠস্বর ও শিল্পসৃষ্টি চিরকাল অমর হয়ে থাকবে, যা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।