জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কাছাড় পুলিশের
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : সিনিয়র পুলিশসুপার কার্যালয়ে সঙ্গীত শিল্পী কিংবদন্তী জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জুবিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র পুলিশসুপার নুমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজতকুমার পল সহ অন্যান্যরা।
সিনিয়র পুলিশসুপার নুমাল মাহাতো বলেন, সঙ্গীত শিল্পী কিংবদন্তী জুবিন গর্গের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক জুবিন গর্গকে কোনওদিন ভুলা যাবে না। জুবিন অসম সহ বরাক উপত্যকার জনসাধারণের মনের মধ্যে থাকবেন।