মাতৃ মন্দির ও দুর্গাপূজা কমিটির উদ্যোগে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করেছেন শিলচর বিবেকানন্দ রোডের মাতৃ মন্দির পরিচালন কমিটি ও দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। রবিবার দুই কমিটি যৌথ উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তারা আবেগভরা কণ্ঠে বলেন, “তিনি শুধু গানই গাইতেন না, আমাদের অনুভূতিগুলোকে এক নতুন ভাষা দিতেন। যখনই শব্দ ব্যর্থ হতো, তাঁর সঙ্গীত আমাদের বহন করত।” আরেকজন সদস্য বলেন, “যখন জুবিন গর্গে গান করতেন, মনে হতো তিনি আমাদের পাশেই বসে আছেন, আমাদের গল্প তাঁর কণ্ঠে শুনিয়ে যাচ্ছেন।” অন্যরা তাঁর কাজের গভীর তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, “জুবিন গার্গ প্রমাণ করেছিলেন একজন মানুষ নিজের হৃদয়ে পুরো সংস্কৃতিকে ধারণ করতে পারে এবং তা উদারভাবে পৃথিবীর সঙ্গে ভাগ করে নিতে পারে। চিরকাল প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে স্মরণে থাকবেন। শ্রদ্ধাঞ্জলি জানানোর শেষে একমিনিট নিরবতা পালন করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃ মন্দির পরিচালনা পরিচালন কমিটির সভাপতি সুখেন্দু দাস, সম্পাদক বিবাস চৌধুরী এবং দুর্গাপূজা কমিটির সভাপতি গোকুল সিংহ, সম্পাদক রাজীব ধর প্রমুখ।