বিশ্বের শীৰ্ষ দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : বিশ্বের শীৰ্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে ফের স্থান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক৷ এলসভিয়রের বিশ্বব্যাপী সমীক্ষায় এই তথ্য প্ৰকাশ পেয়েছে৷ এই পাঁচ অধ্যাপক হলেন মাইক্রোবায়োলজি বিভাগের ড. পীযূষ পাণ্ডে, জীববিজ্ঞান ও জৈব তথ্যপ্ৰযুক্তি বিভাগের ড. শুভদীপ রায়চৌধুরী, বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. অরুণজ্যোতি নাথ, পদাৰ্থবিজ্ঞান বিভাগের ড. উৎপল সরকার ও ফাৰ্মাসিটিক্যাল সায়েন্সেস বিভাগের ড. রবিনারায়ণ পারহি৷ নিজ নিজ ক্ষেত্ৰে অসামান্য অবদান ও গবেষণার জন্যই এলসভিয়নের সমীক্ষায় বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তাঁরা৷

এ দিকে, বিশ্বের শীৰ্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় ফের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা স্থান করে নেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচাৰ্য অধ্যাপক রাজীবমোহন পন্থ৷ এক বিবৃতিতে উপাচাৰ্য অধ্যাপক পন্থ বলেছেন, উৎকৰ্ষ, প্ৰভাব ও নিষ্ঠার প্ৰমাণ হিসেবেই আজ বিশ্বে সমাদৃত আসাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচজন অধ্যাপক৷ তাঁদের এই স্বীকৃতি সমগ্ৰ বিশ্ববিদ্যালয় পরিবারকেই গৌরবান্বিত করেছে৷ তিনি আশা প্ৰকাশ করে বলেন, পাঁচ অধ্যাপকের এই কৃতিত্ব সহকৰ্মী, শিক্ষাৰ্থী সহ সমগ্ৰ শিক্ষানুরাগীদের অনুপ্ৰাণিত করবে৷ প্ৰসঙ্গত, গত বছরও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কৃতিত্বের সঙ্গে স্থান করে নিয়েছিলেন৷

উপাচাৰ্য অধ্যাপক পন্থ এও উল্লেখ করেন যে, শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্যই সম্প্ৰতি এনআইআরএফ র‍্যাঙ্কিংয়েও দেশের সেরা একশ’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফের স্থান করে নিতে পেরেছে আসাম বিশ্ববিদ্যালয়৷ এই কৃতিত্ব কারও একা নয়, সবার নিষ্ঠা ও একাগ্ৰতারই প্ৰতিফলন৷ 

Spread the News
error: Content is protected !!