জুবিন গর্গ প্রয়াণে স্কুলের পরীক্ষা স্থগিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : জুবিন গর্গের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যবাসী। রাজ্যের সব স্কুলের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হল। শিল্পীর শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। বিদ্যালয় পরিদর্শকদের এ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু।
উল্লেখ্য, জনপ্রিয় অসমিয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ সিঙ্গাপুরে একটি মর্মান্তিক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে এসেছিলেন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল।