ইজরায়েলের হাফিয়া শহরে ৯০টি মিসাইল হিজবোল্লার

১২ নভেম্বর : ইজরায়েলের (Israel) উত্তরাঞ্চলে অবস্থিত হাফিয়া শহরকে লক্ষ করে ৯০টি মিসাইল ছুড়ল লেবানন-কেন্দ্রিক চরমপন্থী সংগঠন হিজবোল্লা (Hezbollah)। সূত্রের খবর, এই হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের একাধিক ইমারত এবং যানবাহন। অন্তত পক্ষে ৪ জনের আহত হওয়ার খবর মিলেছে যার মধ্যে একটি শিশুও আছে।

জানা গিয়েছে, সোমবার হেজবোল্লার ছোড়া মিসাইলগুলির বেশির ভাগই প্রতিহত করে দিয়েছিল ইজরায়েলের ‘আয়রন ডোম’। কিন্তু তার পরেও কিছু মিসাইল গিয়ে আছড়ে পড়ে হাফিয়া বে (Haifa Bay)-র জনবহুল এলাকায়। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) সূত্রে জানা গিয়েছে, গ্যালিলি অঞ্চলকে লক্ষ করে রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কিছু সংখ্যক রকেটকে প্রতিহত করা গেলেও, বাকিগুলি কারমিয়েল এবং সংলগ্ন শহরতলিতে আঘাত হানতে সক্ষম হয়।

ইজরায়েলের হাফিয়া শহরে ৯০টি মিসাইল হিজবোল্লার

Author

Spread the News