১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার কম্পন আইসল্যান্ডে

১১ নভেম্বর : ঘন ঘন ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি। ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার কম্পন অনুভূত হল আইসল্যান্ডে। এই পরিস্থিতিতে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে।

প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকে বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে রেকজেন্স মালভূমি। রিখটার স্কেলে সবচেয়ে তীব্র কম্পনের মাত্রা ছিল ৫.২। কখনও তীব্র, কখনও বা মৃদু কম্পন অনুভূত হয়েছে। এই মালভূমিতে গ্রিনডাভিক গ্রাম রয়েছে। যেখানে চার হাজার মানুষ বসবাস করেন। জরুরি অবস্থা জারি করে স্থানীয়দের সতর্ক করেছে প্রশাসন। ওই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, অক্টোবর থেকে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে এখনও পর্যন্ত ২৪ হাজার বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের আশঙ্কাও বাড়ছে। খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News