বেলুচিস্তানে পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে হামলা, ৭৩ জন নিহত

২৭ আগস্ট : বেলুচিস্তান প্রদেশে পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে দুষ্কৃতীদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীরা ও জঙ্গিদের যুদ্ধে বহু হতাহতের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে যে, প্রায় ১৪ জন সৈনিক ও পুলিশ এবং ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এ প্রসঙ্গে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী বলেছেন যে, ৩৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের মধ্যে ২৩ জনকে সড়কপথে হামলার সময় হত্যা করা হয়,দুষ্কৃতীরা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করার পর অনেককে গুলি করে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

জানা গিয়েছে সাধারণ মানুষকে গাড়ি থেকে টেনে বের করে তাদের পরিবারের সামনে গুলি করা হয়। খবরে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা মহাসড়ক অবরোধ করে যাত্রীদের তাদের গাড়ি থেকে নামতে বাধ্য করে। সন্ত্রাসীরা তাদের পরিচয়পত্র পরীক্ষা করার পর যাত্রীদের গুলি করে। মুসাখাইল এলাকায় মহাসড়কে প্রায় ৩৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সন্ত্রাসীরা প্রতিবেশী ইরানের সঙ্গে রেল সংযোগেও হামলা চালায়, রেলওয়ের কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন নিরাপত্তা স্টেশনগুলিতে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

বেলুচিস্তানে পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে হামলা, ৭৩ জন নিহত
বেলুচিস্তানে পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে হামলা, ৭৩ জন নিহত

Author

Spread the News