ফের ভয়াবহ বন্যার কবলে আফগানিস্তান, মৃত্যু ৭০ জনের
১৯ মে : আফগানিস্তানের ঘোর এবং ফরিয়াব প্রদেশে ভয়ঙ্কর বন্যায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। ঘোরের প্রদেশিক শাসনকর্তার মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস জানিয়েছেন, সেখানেই কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ফরিয়াবে মৃতের সংখ্যা কমপক্ষে ১৮। আফগান সরকার ইতিমধ্যে জানিয়েছে, হিরাট, ফারা, ফরিয়াব এবং ঘোর সহ ১৬ টি প্রদেশে আজও অতি ভারী বৃষ্টি চলবে।
উল্লেখ্য, গত সপ্তাহেই আফগানিস্তানে বন্যায় ৩১৫ জন প্রাণ হারান। ত্রাণ এবং উদ্ধারকারীরা বন্যা কবলিত অঞ্চলগুলিতে পৌঁছনোর চেষ্টা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতোমধ্যেই সেখানে জল বাহিত সংক্রমণ বাড়তে পারে বলে আফগান সরকারকে সতর্ক করে দিয়েছে।