ইরানে পাল্টা বিমান হামলায় হত ৭, বিপ্লবী গার্ডের কর্নেলকে গুপ্তহত্যা

১৮ জানুয়ারি : ইরানে এবার পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার জবাবে বৃহস্পতিবার এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি। পাকিস্তান অবশ্য ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এ দিকে, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্নেল। তার নাম হোসেইন আলি জাওয়ানফার। বুধবার সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন।

Author

Spread the News