বিস্ফোরণে প্রাণ গেল ৫ স্কুল পড়ুয়া সহ ৭ জনের

২ নভেম্বর : বোমা বিস্ফোরণে প্রাণ গেল ৫ স্কুল পড়ুয়া সহ ৭ জনের। এ ছাড়া জখম হয়েছেন ২৯ জন। শুক্রবার ঘটনাটি ঘটে পাকিস্তানের বালোচিস্তানের মাসতাং এলাকায়। বাইকে রাখা ছিল বোমাটি।

পুলিশ সূত্রে খবর, রাস্তার পাশে একটি বাইকে রাখা বোমাটি দূর থেকে নিয়ন্ত্রণ করে বিস্ফোরণ ঘটানো হয়। বালোচিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি চলছে। সেই কাজে যুক্ত থাকা কর্মীদের আনার জন্য পুলিশের একটি ভ্যান যাচ্ছিল। তাতে পুলিশকর্মীরাও ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুলিশ ও ঠিকাকর্মীদের উপর হামলা চালানোই মূল লক্ষ্য ছিল। গাড়িটি ওই রাস্তায় আসতেই বিস্ফোরণ হয়। তবে বরাতজোরে সেটি বেঁচে গেলেও একটি স্কুলভ্যান বিস্ফোরণে উড়ে যায়। পুলিশ সূত্রে খবর, পুলিশের গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও স্কুলভ্যানে থাকা পাঁচ পড়ুয়া এবং ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক নঈম বাজাই জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাইকে আইইডি (IED) রাখা ছিল। বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। ঘটনার তদন্ত চলছে।

বিস্ফোরণে প্রাণ গেল ৫ স্কুল পড়ুয়া সহ ৭ জনের
বিস্ফোরণে প্রাণ গেল ৫ স্কুল পড়ুয়া সহ ৭ জনের
Spread the News
error: Content is protected !!