শান্তিপূর্ণভাবেই শিলচর আসনে ভোট পর্ব সম্পন্ন, পড়ল ৬৫.৫৭ শতাংশ

শান্তিপূর্ণভাবেই শিলচর আসনে ভোট পর্ব সম্পন্ন, পড়ল ৬৫.৫৭ শতাংশ

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : দুই একটি বিক্ষিপ্ত ঘটনা এবং ভোট বয়কট ছাড়া শান্তিপূর্ণভাবেই শিলচর লোকসভা আসনে ভোট পর্ব সম্পন্ন হল। শুক্রবার দেশের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে অন্যান্য কেন্দ্রের সঙ্গে শিলচর লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৭ঃ০০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় ভোট পর্ব সম্পন্ন হয়।

সর্বোচ্চ কাস্টিং বড়খলায় এবং সর্বনিম্ন লক্ষীপুরে

এদিকে, সোনাই, উধারবন্দ ও শিলচর কেন্দ্রে একটি করে বুথ কেন্দ্রে ভোট বয়কট করেন ভোটাররা। উধারবন্দ এলাকার দুর্গানগরের ১১০ নম্বর দুর্গানগর বাগান এলপি স্কুলে থাকা ১২০ পোলিং সেন্টারের ভোটাররা ভোটদান থেকে বিরত থাকেন। এলাকার রাস্তার জন্য ভোট বয়কট করেন ভোটাররা। বুথ কেন্দ্র বদল হওয়ায় সোনাইয়ের বড়ভাউরিতে ভোট বয়কট করলেন ভোটাররা। ৮৬৭ নং বড়ভাউরি এলপি স্কুলে নয়া কেন্দ্রে ভোট দিতে গেলেন না ভোটাররা। শিলচর বিধানসভা কেন্দ্রের শহরের চিত্তরঞ্জন লেনের ভোটাররা ভোট বয়কট করেন। এর একমাত্র কারণ হল জমা জল থেকে রেহাই পেতে সরকারি কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে উপেক্ষিত হওয়া। গত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে বাসিন্দারা জমা জল সমস্যায় ভুগছেন।

শান্তিপূর্ণভাবেই শিলচর আসনে ভোট পর্ব সম্পন্ন, পড়ল ৬৫.৫৭ শতাংশ

এছাড়া কাটিগড়ায় বিজেপি ও কংগ্রেসের কর্মীরদের মধ্যে টেলা ধাক্কা হয়। জানা যায়, বিজেপির একটি বুথ কার্যালয় কে বা কারা ভেঙে দেয়। এ নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে, সোনাইয়ের মতিনগর নিকামা এমই স্কুলে ইভিএম বিকল হওয়ার দরুন ঘন্টাখানেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।

শান্তিপূর্ণভাবেই শিলচর আসনে ভোট পর্ব সম্পন্ন, পড়ল ৬৫.৫৭ শতাংশ

বিকেল পাঁচটা অবদি ভোট কাস্টিং হয় ৬৫.৫৭ শতাংশ। সর্বোচ্চ কাস্টিং হয় বড়খলায়। ৭০.২০ শতাংশ এবং সর্বনিম্ন কাস্টিং হয়েছে লক্ষীপুরে। ৬২.৪৫ শতাংশ। এ ছাড়া সোনাইয়ে ৭০.০১ শতাংশ, কাটিগড়া ৬৪.২১ শতাংশ, উধারবন্দ ৬৩.৮০ শতাংশ,  শিলচর কেন্দ্রে ৬৩.৯০ শতাংশ এবং ধলাইয়ে ৬৪.২০ শতাংশ। শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

শান্তিপূর্ণভাবেই শিলচর আসনে ভোট পর্ব সম্পন্ন, পড়ল ৬৫.৫৭ শতাংশ

এ দিকে, শুক্রবার সকালে বাঁশকান্দি পুলিশ ভোট চলাকালীন ঘর থেকেই তুলে নেয় শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক তথা রূপাইরবালী জিপির প্রাক্তন সভাপতি হানিফ আলম মজুমদারকে। তবে আটক করার সঠিক কোন কারন জানা না গেলেও সূত্রে জানা যায় ভোট কেন্দ্রে রিগিং হতে পারে এই আশঙ্কা থেকে কংগ্রেস নেতাকে সাময়িক ভাবে আটক করা হয়।

Author

Spread the News