লরি উল্টে সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে মৃত্যু ৫ জন শ্রমিকের

২৫ নভেম্বর : ভয়াবহ দুর্ঘটনা ওড়িশায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল সিমেন্ট বোঝাই লরি। সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে প্রাণ হারালেন ৫ জন শ্রমিক। আহত হয়েছন আরও ৭ জন।

পুলিশ সূত্রে খবর, শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মলকানগিরি জেলায়। চিত্রকোন্ডা থেকে জোদম্বায় যাচ্ছিল লরিটি। তাতেই বসেছিলেন ১২ জন শ্রমিক। স্বভিমান আঁচল এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে পড়ে। হুড়মুড়িয়ে নীচে পড়ে যায় সিমেন্টের বস্তা। তাতেই চাপা পড়েন শ্রমিকরা।

দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। বস্তার তলা থেকে আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ। বর্তমানে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন শ্রমিক।

Author

Spread the News