জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, শহিদ ৫ সেনা

২২ ডিসেম্বর : জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার দু’টি গাড়িতে হামলা জঙ্গিদের। ঘটনায় বৃহস্পতিবার রাতেই শহিদ হয়েছেন তিন সেনাকর্মী। রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও দুই সেনাকর্মী শহিদ হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত পাঁচজন সেনাকর্মী শহিদ হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও তিন জওয়ান। সেনার তরফে জানানো হয়েছে, বুধবার রাত থেকেই রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এবং তার আশেপাশের এলাকায় জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। শুক্রবার সকালেও জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় জারি আছে।

জম্মুর প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে যৌথ বাহিনীর। তার আগে, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটে নাগাদ সেনার দুটি গাড়ির ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই দুই গাড়িতে সেনাকর্মীদের নিয়ে আসা হচ্ছিল যৌথ অভিযানের এলাকায়। রাস্তাতেই তাদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। তবে অবিলম্বে সেই হামলার জবাব দেন জওয়ানরা। খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News