জলপ্রপাতে তলিয়ে গেলেন এক পরিবারের ৫ সদস্য, তিনজনের মৃত্যু

১ জুলাই : সদলবলে পিকনিকে গিয়ে মর্মান্তিক পরিণতি এক পরিবারের একাধিক সদস্যের। ভারি বৃষ্টির মাঝে জলপ্রপাতে তলিয়ে গেলেন এক পরিবারের ৫ সদস্য। তিনজনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। ২ নাবালক এখনও নিখোঁজ।

পুলিশ সূত্রে খবর, শনিবার পুনের লোনাভালার ভুশি বাঁধের কাছে একটি জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন এক পরিবারের ১৭ জন সদস্য। যাদের মধ্যে কয়েকজন জলপ্রপাতে নেমে স্নান করছিলেন। আচমকা ভারি বৃষ্টির জেরে খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত।হড়পা বানে ১০ জন ভেসে যান। পর্যটকরা ৫ জনকে উদ্ধার করতে পারলেও বাকিরা তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে ৩ জনকে উদ্ধার করা গেলেও, দুইজনের কোনও খোঁজ মেলেনি।

পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, সোমবার ফের নিখোঁজ দুই নাবালকের খোঁজ করা হবে। মৃতেরা সকলেই পুনের সায়েদ নগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পর্যটকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টি আর বজ্রপাতের জন্য তল্লাশিতে বেগ পেতে হচ্ছে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News