ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, মৃত্যু তিন, আহত বহু

২৯ জানুয়ারি : ইরানে ভয়াবহ ভূমিকম্প। সেদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার  ইরান-তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। এতে তিনজন নিহত এবং ৩০০ জন আহত হয়েছে।

শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। ওই শহরেরই বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার প্রধানের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ হতাহতের এই সংখ্যা জানিয়েছে। ইরানের জরুরি পরিষেবার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। সেসব এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

Author

Spread the News