৩০ ঘন্টা ধরে সুড়ঙ্গে আটকে পড়েছেন ৪০ জন শ্রমিক, চলছে উদ্ধার কাজ

১৩ নভেম্বর : পেরিয়ে গিয়েছে প্রায় ৩০ ঘণ্টা। উত্তরকাশীতে নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে আটকে পড়া প্রায় ৪০ জন শ্রমিককে উদ্ধারের কাজ চলছে এখনও। অত্যন্ত দ্রুততার সঙ্গে সুড়ঙ্গ থেকে মাটি, পাথর বের করে আনার কাজ চলেছে। আটকে পড়া শ্রমিকরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সুড়ঙ্গের ভিতর পাইপ দিয়ে অক্সিজেন এবং পানীয়জল সরবরাহ করা হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের মধ্যে বেশির ভাগ ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। জানা গিয়েছে, পাহাড় থেকে নতুন করে ধস নামায় বাধা পড়ছে উদ্ধারকাজে।

সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। উল্লেখ্য, হৃষিকেশ-যমুনোত্রী জাতীয় সড়কে সারা বছর চলাচল করার উপযোগী রাস্তা নির্মাণের অঙ্গ হিসেবে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি হচ্ছিল। রবিবার ভোরে হঠাৎ তার কিছু অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, আইটিবিপি জওয়ানরা। ঘটনার খবর পেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র। খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News