কুয়েতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভারতীয় সহ ৪০ জনের মৃত্যু
১২ জুন : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কুয়েতে। এই অগ্নিকাণ্ডে মৃত ৪০ জন, যার বেশিরভাগ ভারতীয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুয়েতের মাঙ্গাফ জেলার শহর এলাকার একটি বহুতলে। দক্ষিণ মাঙ্গাফ জেলার ওই বহুতলে আগুন লাগে।
বুধবার প্রথমে ওই বহুতলের নিচের তলায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অল্প সময়ের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বহু তলের অন্যান্য তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে একের পর এক দমকলের ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মীদের হিমশিম খেতে হয় আগুন নেভাতে।
ওই বহুতলে বহু পরিবারের বসবাস। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অনেকেই বহুতলের বিভিন্ন ঘরে আটকে পড়েন। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু করা গেলেও সবাইকে উদ্ধার করা যায়নি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়। অনেকের মৃত্যু হয় আগুনে ঝলসে গিয়ে। এখনও পর্যন্ত উদ্ধারকাজ জারি রেখেছে কুয়েত প্রশাসন।
কর্মসূত্রে তারা কুয়েতে বসবাস করছিলেন। তাদের বাড়ি কেরলে। ওই বহুতলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রায় ২০০ জন শ্রমিক থাকতেন। তাদের মধ্যে ভারত সহ অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। শ্রমিকদের অনেকেই প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। কুইজ প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বহুতলের মালিক কে জি আব্রাহাম। আরও কোন ভারতীয় এই ঘটনায় আটকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখছে ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল ৯৬৫-৬৫৫০৫২৪৬। যারা নিখোঁজ রয়েছেন এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।