শুক্রবার থেকে রাজ্যে মাধ্যমিক (HSLC) পরীক্ষা শুরু, ৪ লাখ ২২ হাজার ১৭৪ পরীক্ষার্থী

বরাক তরঙ্গ, ২ মার্চ : আগামীকাল শুক্রবার থেকে মাধ্যমিক (HSLC) পরীক্ষা শুরু হচ্ছে। ২০২৩ সালের অন্তিম মাধ্যমিক পরীক্ষা পর্ষদের। রাজ্যে মোট পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ১৭৪ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৫৪ জন ছেলে ও ২ লাখ ২৮ হাজার ১২০ জন মেয়ে HSLC পরীক্ষায় বসছেন।
এবার বরপেটা জেলায় সর্বাধিক পরীক্ষার্থী রয়েছেন। ২৭, ৬৪৭ জন। মাজুলিতে সবথেকে কম রয়েছে। ৩,০৩৭ জন মোট পরীক্ষার্থী।

এ দিকে, কাছাড়ে এবার পরীক্ষায় বসছে মোট ২১,৪৭৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা গ্রহণ করা হবে ৪১টি পরীক্ষা কেন্দ্র সহ ৭টি সাব ভেনুতে। সেবা সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় জেলার উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল, শিলচরের ডা: বিসি রায় মেমোরিয়াল একাডেমি, লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল, বিহাড়া যুধিষ্টির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল, কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল, শিলচরের সিঙ্গারি এলাকার নেহরু হাইস্কুল এবং মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন, এই সাতটি কেন্দ্রের সাব ভেনুতেও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের সাব ভেনুও প্র্যাকটিসিং সিনিয়র বেসিক স্কুল, বিসি রায় মেমোরিয়াল একাডেমীর সাবভেনু টেগর পাবলিক স্কুল, আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের সাবভেনু বেনিসন ইংলিশ স্কুল, যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের সাবভেনু বিক্রমপুর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সাবভেনু ভারত নির্মাণ বিদ্যাপীঠ, সিঙ্গারি নেহরু হাইস্কুলের সাবভেনু তিলক সিং জুনিয়র কলেজ এবং মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতনের সাবভেনু করা হয়েছে নিরঞ্জন পাল ইনস্টিটিউটকে।

করিমগঞ্জ জেলার মোট ১৫৩২৭ জন পরীক্ষার্থী রয়েছেন। করিমগঞ্জ এর বিভাগীয় তরফে পাওয়া তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৩৬৮ জন ছেলে এবং ৮৯৫৯ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। এছাড়া মোট ১৮ টি সেন্টার এবং ১৭ টি ভেন‍্যুতে পরীক্ষা আয়োজিত হবে বলে বিভাগীয় তরফে জানানো হয়েছে।করিমগঞ্জ শহরে রয়েছে চারটি সেন্টার। এগুলো হল গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি, এমএমএমসি গালর্স হায়ার সেকেণ্ডারি, পাবলিক হায়ার সেকেন্ডারি এবং ভিকমচান্দ গালর্স হায়ার সেকেন্ডারি স্কুল ।এই পরীক্ষা পর্যবেক্ষণের জন্য ২৯ জন সুপারভাইজিং অফিসার নিয়োগ করা হয়েছে। ফাইল ছবি।

Author

Spread the News