নাগ্রায় লরি থেকে ৫৮ টি কার্টনে ৩০৭২টি মদের বোতল উদ্ধার, আটক ১

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ মে : গুয়াহাটি থেকে মদ বোঝাই করে মিজোরামে পাচারের পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা অধীন নাগ্রা পেট্টল পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল।লরির অন্যান্য সামগ্রীর সঙ্গে লুকিয়ে অবৈধ উপায়ে মদ লোয়াইরপোয়া- কানমুন সড়ক দিয়ে মিজোরাম রাজ্যে পাচারের মতলবে ছিল পাচারকারী। এমন আগাম খবর ছিল নাগ্রা পুলিশের কাছে। সেই খবরের উপর ভিত্তি করে নাগ্রা পুলিশের আইসি দলবল নিয়ে পেট্টল পোস্টের সামনে চেকিং পয়েন্ট ওৎপেতে ছিলেন। সোমবার দুপুরে  AS/26/C/9218 নম্বরের ছয় চাকার একটি লরি নাগ্রা পেট্টল পোস্টের সামনে পৌছলে কর্তব্যরত পুলিশকর্মীরা লরিটি থামিয়ে রুটিন তল্লাশি চালান। এতে লরিতে থাকা বিভিন্ন সামগ্রী আড়াল থেকে বেরিয়ে আসে বস্তা দিয়ে মোড়া ৫৮ টি কার্টনে মোট ৩০৭২ টি মদের বোতল। পুলিশ 

নাগ্রায় লরি থেকে ৫৮ টি কার্টনে ৩০৭২টি মদের বোতল উদ্ধার, আটক ১

বাজেয়াপ্ত মদের মধ্যে রয়েছে কিংফিশার ২৫৯২ ×৫০০ মি:লি: রয়্যাল স্ট্যাগ ৪৩২×৭৫০ মি:লি: ব্লেন্ডার প্রাইড ৪৮×৭৫০ মি:লি: ও চিগনেচার ৭২×৭৫০ মি:লি: এতে প্রায় আট লক্ষ টাকার মূল্যের বিলাতি অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এ কাণ্ডে জড়িত ল‌রি চালক‌কেও আটক ক‌রে‌ছে পু‌লিশ। তার নাম আলি হো‌সেন।‌ বা‌ড়ি রাতাবা‌ড়ি‌র থানা অধীন বা‌লিয়ায় গ্রামে। বর্তমা‌নে উদ্ধার করা মদ সহ ধৃত চালক বাজা‌রিছড়া পু‌লি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে।জিজ্ঞাসাবাদ শেষে ধৃত‌কে মঙ্গলবার আদাল‌তে সোপর্দ করা হবে ব‌লে পু‌লিশ সূত্রে জানা গেছে।

Author

Spread the News