কটামণি বাজারে দু’টি বাইকের মুখোমুখি, গুরুতর আহত ৩
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : কটামণি বাজারে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর ভাবে আহত হলেন দুই বাইক চালক সহ মোট তিন জন।দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সন্ধ্যায় ৬-৫০ মিনিটের সময়। জানা গেছে, কটামণি বাজারে দুই বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই বাইক চালক সহ বাইকে থাকা অপর এক আরোহি সড়কের উপর ছিটকে পড়ে এতে গুরুতর হন।
এদিকে, আহতরা হলেন কটপুর গ্রামের তমজিদ আলির ছেলে মনসুর আহমেদ (১৮) এবং ইছারপার গ্রামের জোনাব আলির পুত্র সেলিম উদ্দিন (২১) সহ একই গ্রামের মৃত মোবারক আলির ছেলে আনোয়ার হোসেন (২২)। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত সঙ্কটজনক অবস্থায় আহতরা মাকুন্দা মিশনারী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।