মার্কসবাদী দার্শনিক শিবদাস ঘোষের স্মরণে সভা শিলচরে

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মার্কসবাদী দার্শনিক শিবদাস ঘোষের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। বুধবার শিলচরের সরকারি পেনশনার্স ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য নকুলরঞ্জন পাল। সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ। সভায় মুখ্যবক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ও কাছাড় জেলা কমিটির সম্পাদক ভবতোষ চক্রবর্তী।

মার্কসবাদী দার্শনিক শিবদাস ঘোষের স্মরণে সভা শিলচরে

তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম সংগঠন অনুশীলন সমিতির একজন সদস্য হিসেবে বিপ্লবী জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি বৃটিশ পুলিশের হাতে বন্দী হন। বন্দী অবস্থায় তিনি উপলব্ধি করেন যে দেশে স্বাধীনতা এলেও ক্ষমতা চলে যাচ্ছে পুঁজিপতিদের হাতে। তিনি তদানীন্তন অভিভক্ত কমিউনিস্ট পার্টি সঠিক লেনিনীয় পদ্ধতি অবলম্বন করে গড়ে না উঠার ফলে দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করতে পারবে না বলে বিশ্লেষণ করে দেখান। তিনি কঠোর সংগ্রামের মাধ্যমে ভারতের মাটিতে সঠিক বিপ্লবী দল হিসেবে এসইউসিআই (কমিউনিস্ট) দল গঠন করেন। ভবতোষ চক্রবর্তী সবাইকে শিবদাস ঘোষের চিন্তাকে পাথেও করে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করতে এগিয়ে আসতে আহ্বান জানান।

মার্কসবাদী দার্শনিক শিবদাস ঘোষের স্মরণে সভা শিলচরে

Author

Spread the News