ভাগা-শেরখান সড়কে অটো দুর্ঘটনা, গুরুতর আহত ৩

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ভাগা-শেরখান সড়কের রাজনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি অটো সড়ক থেকে খাদে পড়ে গেলে গুরুতর আহত হন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার। ‌ভাগাবাজার থেকে জামালপুর যাওয়ার পথে এএস ১১ইসি ২০৭৬ নম্বরের যাত্রী বোঝাই দ্রুতগামী অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে সড়ক থেকে নিচে পড়ে। অটোয় চালক সহ পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে ধলাই পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ অটো উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ।

ভাগা-শেরখান সড়কে অটো দুর্ঘটনা, গুরুতর আহত ৩
ভাগা-শেরখান সড়কে অটো দুর্ঘটনা, গুরুতর আহত ৩
Spread the News
error: Content is protected !!