বেঙ্গালুরুর আইপিএল জয় উদযাপনে পদপিষ্টে মৃত্যু ৭ জনের

৪ জুন : আনন্দের অনুষ্ঠান বদলে গেল বিষাদে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) আইপিএল জয়কে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার ((RCB victory celebrations)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) যাবতীয় আয়োজন সম্পন্নও হয়েছিল। কিন্তু বিরাট কোহলিরা ঢোকার আগেই আরসিবি সমর্থকদের তুমুল উন্মাদনার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে (Stampede in Bengaluru)। জানা গেছে, পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জখম হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৮ বছরের প্রতীক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। স্বাভাবিকভাবেই এই জয়কে ঘিরে উচ্ছ্বসিত কর্ণাটকের মানুষ। প্রিয় দলের সাফল্য উদযাপনের উত্তেজনা দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশদ্বারে ভিড় উপচে পড়ে। পুলিশকে ভিড় নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করতেও দেখা যায়। এরপরই ধাক্কাধাক্কির মধ্যে পদদলিত হন বহু মানুষ। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৬ বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। জখম অন্তত ২৫। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, আরসিবির তরফে প্রথমে জানানো হয়েছিল যে, বুধবার কর্ণাটকের বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল। সেখান থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে বিজয় শোভাযাত্রা করবে কোহলিরা। কিন্তু তীব্র যানজটের আশঙ্কায় এবং নিরাপত্তার কারণে তাতে অনুমতি দেয়নি পুলিশ। তার পরিবর্তে জানানো হয়, বিধান সৌধ থেকে সরাসরি চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে যাবে আরসিবি। সেখানেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দল। সেই সঙ্গে বলা হয়, শুধুমাত্র বৈধ পাস বা টিকিটধারীদেরই প্রবেশাধিকার থাকবে স্টেডিয়ামে। ফলে স্টেডিয়ামের বাইরেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। আর সে কারণেই মুহূর্তের মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ‘আমি এখনও সংখ্যাটি নিশ্চিত করতে পারছি না। আমি স্টেডিয়ামে যাচ্ছি। পরিস্থিতি মোকাবিলার জন্য ৫ হাজার কর্মী মোতায়েন করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। অতিরিক্ত ভিড়ের জন্য আমি ক্ষমা চাইছি।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

বেঙ্গালুরুর আইপিএল জয় উদযাপনে পদপিষ্টে মৃত্যু ৭ জনের
Spread the News
error: Content is protected !!