হিন্দি দিবসে নানা ২৮জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা সহ নানা কর্মসূচি সলগইয়ে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার  পাথারকান্দির বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের সলগই হাইস্কুলে শনিবার হিন্দি দিবস সমারোহ সমিতির উদ্যোগে বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে হিন্দি দিবস উদযাপন করা হয়। ১৪ সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সলগইয়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠানে মধ্যে দিয়ে হিন্দি দিবস পালন করা হয়। এ উপলক্ষে
এদিন সকাল নয়টায় সলগই হাইস্কুল থেকে পড়ুয়াদের সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এবং র‍্যালি অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক ধরে সলগই নাচঘর এলাকায় পৌঁছে পুনরায় স্কুল প্রাঙ্গ‌ণে ফিরে এসে সমাপ্ত হয়। পরে সকাল দশটায় স্কুল চত্বরে পতাকা উত্তোলন করেন হিন্দি দিবস সমারোহ সমিতির সভাপতি শঙ্করপ্রসাদ লোহার। পরে মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানে সূচনা করা হয়। পরে উপস্থিত অতিথি সহ বিশিষ্টজনদের একে একে  উত্তরীয় পড়িয়ে বরণ করেন আয়োজকরা কমিটির কর্মকর্তারা।

হিন্দি দিবসে নানা ২৮জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা সহ নানা কর্মসূচি সলগইয়ে

সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শিব নারায়ণ পাশী। এরপর এবারের মাধ্যমিক পরীক্ষায় হিন্দি বিষয়ে আশির উপরে নম্বর প্রাপ্ত প্রায় ২৮জন ছাত্রছাত্রীদের উত্তরীয় ও শংসাপত্র দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। শেষে হিন্দি ভাষার প্রচার প্রসার সহ রাষ্ট্র ভাষার গুরুত্ব নিয়ে সবিশেষ আলোচনা করেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্ৰীরা।

হিন্দি দিবসে নানা ২৮জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা সহ নানা কর্মসূচি সলগইয়ে

এ দিন মঞ্চে পড়ুয়ারা পরিবেশন করেন নৃত্য ও গীত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিশংকর গোয়ালা, অভিজিৎ সিনহা জয়শ্রী কানু সহ ব্রিজেশ কুমার রায়, রাজেন্দ্র গোয়ালা, কান্তা গোয়ালা, প্রদীপ গোয়ালা, রতন লাল কানু, গৌরী শঙ্কর তেওয়ারি, রামচন্দ্র রায়, ভরত প্রসাদ যাদব, রাজেন গোয়ালা, বীনা লোহার, ঘনশ্যাম কৈরী প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন গোপাল রবিদাস ও ভরতচন্দ্র যাদব।

হিন্দি দিবসে নানা ২৮জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা সহ নানা কর্মসূচি সলগইয়ে
হিন্দি দিবসে নানা ২৮জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা সহ নানা কর্মসূচি সলগইয়ে

Author

Spread the News