দেশে ফেরার অপেক্ষায় ২৩ জন বাংলাদেশি নাগরিক, পাঠানো হল গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে

বরাক তরঙ্গ, ২২ জুন : দীর্ঘ বছর করিমগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকার পর হাজতবাস শেষে অবশেষে নিজেদের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে ২৩ জন বাংলাদেশি নাগরিক। তাদের বৃহস্পতিবার করিমগঞ্জ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অসমের গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া জন্য রওয়ানা হয় পুলিশ। জানা গেছে, সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের স্বদেশে যাওয়ার অনুমতি মিলবে।

এই ২৩ জন বিভিন্ন সয়ম অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের  করিমগঞ্জ সহ অন্যান্য এলাকায় প্রবেশ করে পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের পুলিশ আদালতে সপর্দ করলে আদালতের নির্দেশে ঠাঁই হয়েছিল জেল হাজতে। এবারে হাজত বাসের মেয়াদ শেষ হওয়ায় পাঠানো হয়েছে গোয়ালপাড়ায়। আইনি প্রক্রিয়া শেষে করে সেখান থেকে ফের করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদের পাঠানো হবে নিজ দেশে বলে জানা গেছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News