কর বৃদ্ধি, পুলিশের গুলিতে ২২ জন প্রতিবাদীর মৃত্যু

২৭ জুন : কর বৃদ্ধি করে কেনিয়ায় আইন জারি করেছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমে এসেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার তারা সংসদের ভেতরে ঢুকে পড়লে গুলি ছোঁড়ে স্থানীয় পুলিশ। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, নিহত ২২ জনের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে রাজধানী নাইরোবিতে। দেশের অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ হলেও নাইরোবির বিক্ষোভকারীরা সহিংস হয়ে পড়েন। এরপরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এদিকে, গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ-সমাবেশ নিয়ে কেনিয়া খুবই উদ্বিগ্ন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলতে প্রস্তুত। কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে নাইরোবিতে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায়। বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন। সেসময় এমপিরা কর বৃদ্ধির প্রস্তাবের উপর আলোচনা চলছিল সংসদ অধিবেশন চলাকালীন বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলার চেষ্টা করেন। পরে পুলিশ সংসদ ভবনের বাইরে জনতার ওপর গুলি চালায়।গুলি চালানো সত্ত্বেওগুলি চালানো সত্ত্বেও বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়ায় এমপিরা পার্লামেন্টের বেসমেন্টে গিয়ে আশ্রয় নেন।

এই পরিস্থিতিতে কেনিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া এক স্থান থেকে অন্যত্র যেতে নিষেধ করা হয়েছে তাঁদের।

Author

Spread the News