প্রশ্নপত্র ফাঁস : দুই শিক্ষক সহ ২২ জন আটক রাজ্যে

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : ম্যাট্রিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে রাজ্যে এ পর্যন্ত ২২ জনকে আটক করা হয়েছে।পুলিশের ডিজিপি জিপি সিং এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

মাধ্যমিক পরীক্ষার (HSLC) সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার হওয়া তিন ব্যক্তি হলেন শিক্ষক জ্যোতিরেখা বরগোঁহাইন এবং হেরাম্বো কুমার দাস এবং চালক বিন্দেশ্বর তুমুং।

জ্যোতিরেখা বরগোঁহাইকে বর্তমানে পানবাজার থানায় রাখা হয়েছে। অপর দুই আসামি বর্তমানে সিআইডি থানায় রয়েছে।

সোমবার সিআইডির একটি দল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে। দলটি প্রশ্নপত্র ফাঁসকারী অপরাধীদের একটি ক্লু পেয়েছে। সূত্রের ভিত্তিতে, দলটি জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে তাদের হেফাজতে নিয়েছিল। তিনজনই ভাউরি দেবী সারওগী উচ্চ বিদ্যালয়ের কর্মচারী।

অন্যদিকে, চিত্রা রায় নামে শনাক্ত আরেক আসামিকেও এই মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি।

এ দিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গুয়াহাটিতে তিনজনকে আটক করা হয়েছে। লখিমপুরে পাঁচ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ধেমাজির একজন ছাত্রও রয়েছে। ডিব্রুগড়, সদিয়া ও তিনসুকিয়া থেকেও পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে তারা।

উল্লেখ্য, বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর রবিবার রাতে হাইস্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা (HSLC) বাতিল করা হয়েছে। এরপর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি।

বিজ্ঞান পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।

Author

Spread the News