বোল প্রতিযোগিতায় গুলি কাণ্ড, হত ১, আহত ২১

১৫ ফেব্রুয়ারি : ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। তাঁদের মধ্যে ৯ জনই শিশু। স্থানীয় সময় বুধবার দেশটির কানসাসের সুপার বোল ভিক্টরি প্যারেডে এই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি সূত্রে জানা যায়, কানসাস সিটি চিফসের সুপার বোল ভিক্টরি কুচকাওয়াজ শেষে মিসৌরিতে গুলিতে একজন মারা গেছেন এবং আরও ২১ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, তারা আশঙ্কাজনক আহত আটজনের চিকিৎসা করেছেন।

এছাড়া আরও সাতজন আহত ব্যক্তিও রয়েছেন যাদের আঘাত তাদের জীবনের জন্য হুমকি হতে পারে।

আহতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে। তবে তারা সবাই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, এনএফএল সুপার বোল প্রতিযোগিতায় জয়ের আনন্দ উপভোগ করার জন্য বুধবার কানসাসে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন। মিসৌরি ও কানসাসের গভর্নরাও তাতে যোগ দিয়েছিলেন। বিজয়ী টিমের সদস্যরাও সেখানে ছিলেন।

সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ভিক্টরি প্যারেডের একেবারে শেষের দিকে গুলি চালায় বন্দুকধারী। এরপরই ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানুষ ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, কাছেই রেলস্টেশনের বাইরে মানুষ পাগলের মতো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

Author

Spread the News