আকসা-র উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে
বিশ্বজিৎ আচার্য, শিলচট।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক ভারতীয় সমাজব্যবস্থা গঠনে আজীবন কাজ করে গিয়েছেন। বাংলার নবজাগরণের অগ্রদূত , শিক্ষাবিদ লেখক, সমাজ সংস্কারক হিসেবে পরাধীন ভারতবর্ষে যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, তাতেই দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বিদ্যাসাগর যে বিকশিত সমাজব্যবস্থা চেয়েছিলেন, আজও বহু ক্ষেত্রেই তা লক্ষ যোজন দূরে থেকে গিয়েছে।
বৃহস্পতিবার, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন উপলক্ষে আকসা-র উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আকসা উপদেষ্টা, অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল, ” ভারতীয় সমাজব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবনদর্শন। “এই আলোচনাসভায় বক্তব্য উপস্থাপন করেন মুখ্য অতিথি, আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, সম্মানিত অতিথি অধ্যাপিকা সুনন্দা নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাব সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য প্রমুখ। নানা দিকে বর্তমান বিপন্ন সময়ে বিদ্যাসাগর অত্যন্ত প্রাসঙ্গিক, সকলেই এই অভিমত ব্যক্ত করেন।