সারা রাজ্যে ২০৪৪ জন গ্রেফতার, রয়েছেন পুরোহিত ও কাজিকেও

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসম পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় বেআইনি স্বামীদের।

পুলিশের ডিজিপি জিপি সিং বাল্যবিবাহ নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

জিপি সিং একটি সাংবাদিক সম্মেলনে জানান, এদিন রাজ্যে ২০৪৪ জন অবৈধ স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

বাল্যবিবাহের অভিযোগে ৫২ জন পুরোহিত ও কাজিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শহরের ধুবড়ি, বড়পেটা, কোকরাঝাড় এবং বিশ্বনাথে সবচেয়ে বেশি সংখ্যক বেআইনি স্বামী গ্রেফতার হয়েছে।

সর্বাধিক বিশ্বনাত জেলায় ২৩৭ জন, ধেমাজি জেলায় ১২৬, বাকসায় ১২০, বরপেটায় ১১৪, হোজাই ৯৬, কোকড়াঝাড়ে ৯৪ জনকে গ্রেফতার করা হয়।

Author

Spread the News