ইজরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জনের মৃত্যু
২২ সেপ্টেম্বর : ইজরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ। গাজা উপত্যকায় একের পর এক বোমা বর্ষণ চালাচ্ছে ইজরায়েলি সেনারা। সর্বশেষ গাজা সিটির সাবরা এলাকায় একই পরিবারের ২৫ জন মানুষকে হত্যা করেছে তারা। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ হামলার পর পুরো অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে শোক ও আতঙ্ক।
সোমবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রবিবার ভোরে গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালায় ইজরায়েল। একই পরিবারের বাড়িগুলো লক্ষ্য করে এই বোমা বর্ষণ হয়, যাতে অন্তত ২৫ জন নিহত হন। ইসরায়েল দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্যাঙ্ক ও বিমান হামলার মাধ্যমে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, হামলাগুলো “সন্ত্রাসী দমন” লক্ষ্যেই হচ্ছে। কিন্তু বাস্তবে এর ভয়াবহ মূল্য দিচ্ছে সাধারণ মানুষ।
হামলার পর স্থানীয়রা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন। ইতিমধ্যে অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও ৫০ জন আটকা রয়েছেন। খালি হাতে মাটি খুঁড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্বজনরা। এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আত্মীয়রা জীবন্ত চাপা পড়েছে। আমরা তাদের আর্তনাদ শুনতে পাচ্ছি, কিন্তু পৌঁছাতে পারছি না।”
একই দিনে গাজা সিটির পশ্চিম শাতি শরণার্থী শিবির ও তাল আল-হাওয়া এলাকায়ও বিমান হামলা চালায় ইজরায়েল। নাসর জেলার লাভাল টাওয়ার ও পাশের একটি বাড়িও বোমায় বিধ্বস্ত হয়। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। জরুরি সূত্র জানায়, লক্ষ্যবস্তু ছিল জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি ক্লিনিকের পাশের এলাকা।