ধলাইয়ের লোকনাথপুরে অভিযান, উদ্ধার ১১০ কোটির হেরোইন, ধৃত ২ নারী

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতোর নেতৃত্বে পুলিশের একটি দল ধলাই থানা এলাকার লোকনাথপুরের বাসিন্দা বদরুল ইসলামের বাড়িতে হানা দেয়। পুলিশি অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করে ১২ কেজির অধিক হেরোইন। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা বিষয়টি নিয়ে টুইট করেছেন। যেখানে উল্লেখ রয়েছে উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ১১০ কোটি টাকা।

অভিযান চলাকালীন সময়ে গৃহকর্তা বদরুল বাড়িতে ছিল না। তার অনুপস্থিতিতে বাড়ির দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। মাদকদ্রব্য গুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তদন্ত শুরু করেছে পুলিশ।
একসাথে এত পরিমাণের মাদক দ্রব্য  উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

ধলাইয়ের লোকনাথপুরে অভিযান, উদ্ধার ১১০ কোটির হেরোইন, ধৃত ২ নারী

Author

Spread the News